পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পর এবার বাঁকুড়া জেলা প্রশাসন। করোনা সংক্রমণ রুখতে পর্যটকদের উপর আরও বিধিনিষেধ আরোপ করলো বাঁকুড়া জেলা প্রশাসন। এই জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে কড়া নজরদারির পাশাপাশি বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সামাজিক দুরিত্ববিধি, মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার যেমন বাধ্যতামূলক তেমনই এবার থেকে এই জেলায় ঘুরতে এলে লাগবে করোনা নেগেটিভ রিপোর্ট। বিশেষ করে হোটেলগুলিতে থাকতে হলে আরটিপিসিআর টেস্ট রিপোর্ট বা ভ্যাকসিনের দুটি ডোজের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
গত শুক্রবার বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ার এই নির্দেশিকা জারি করেছেন। একই সঙ্গে সব ধরণের কোভিড নির্দেশিকা মেনে চলতে হবে বলে জানানো হয়েছে ওই নির্দেশিকায়।
উইকেন্ডে দুদিনের জন্য ঘুরে আসার জন্য বাঁকুড়া সেরা ডেস্টিনেশন। তাই রাজ্যে করোনা সংক্রমণ কিছুটা কমতেই ভিড় বাড়ছিল বাঁকুড়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রে। বিষ্ণুপুরের পোড়া মাটির মন্দির থেকে, টেরাকোটা শিল্প অথবা শুশুনিয়া পাহাড়, একসঙ্গে এত কিছু দেখার সুযোগ রয়েছে বাঁকুড়া জেলায়। তাই বাঁকুড়ায় পর্যটক সমাগম ভালোই হচ্ছিল। এই পরিস্থিতিতে জেলায় করোনা সংক্রমণ যাতে নতুন করে বৃদ্ধি না পায় সে জন্য আগাম ব্যবস্থা নিল জেলা প্রশাসন।
রাজ্যে করোনা সংক্রমণ নিম্নমুখী হতেই রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় বাড়ছিল। বিশেষ করে পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমনি ও তাজপুরে ভিড় বাড়ছিল চোখে পড়ার মতো। ফলে ওই জেলায় পর্যটকদের উপর বাড়তি বিধিনিষেধ আরোপ করা হয়। আরটিপিসিআর টেস্ট রিপোর্ট বা ভ্যাকসিনের দুটি ডোজের সার্টিফিকেট ছাড়া হোটেল বুকিং বন্ধ করে দেওয়া হয়। এই নিয়ম মানা হচ্ছে কিনা খতিয়ে দেখতে চলছে ধরপাকড়। ফলে বহু পর্যটককে দিঘা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। একই নির্দেশিকা জারি করেছে বীরভূম জেলা প্রশাসন। তারাপীঠ ও শান্তিনিকেতনে হোটেল বুকিংয়ের ক্ষেত্রেও বাধ্যতামূলক আরটিপিসিআর টেস্ট রিপোর্ট বা ভ্যাকসিনের দুটি ডোজের সার্টিফিকেট। এবার সেই পথেই হাঁটল বাঁকুড়া জেলা প্রশাসন।
You must be logged in to post a comment.