দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। করোনায় নতুন করে দৈনিক সংক্রমিতের সংখ্যাই হোক বা মৃত্যু, তা রোজ রেকর্ড ভাঙছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখ ৪৯ হাজার। এই নিয়ে টানা চতুর্থ দিন করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়াল। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২,৭৬৭ জনের। যা রেকর্ড।
মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের উপরেই রয়েছে। মুম্বইয়ে গত ৬ দিনের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমেছে। গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৫,৮৮৮ জন। মহারাষ্ট্রে লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন অক্সিজেন সরবরাহ করার জন্য। দিল্লিতে লকডাউনের মেয়াদও বৃদ্ধি পেয়েছে।
বাংলার স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, শনিবার রাজ্যে ১৪,২৮১ জন নয়া আক্রান্ত হয়েছে। শুক্রবার সেই সংখ্যাটা ছিল ১২,৮৭৬। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৮,০৬১। শীর্ষে আছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় মহানগরীতে নয়া আক্রান্তের সংখ্যা প্রায় ৩,০০০ ছুঁযে ফেলেছে (২,৯৭০)। উত্তর ২৪ পরগনায় ২,৮২১ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০,৮৮৪।
