করোনা সংক্রমনের রিপোর্ট রাজ্য

কড়া করোনাবিধি, গত একমাসে ১৯ হাজার গাড়ি ধরল কলকাতা পুলিশ

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলাতে রাজ্যে চালু রয়েছে কার্যত লকডাউন। কড়া করোনাবিধি মানতে হচ্ছে রাজ্যবাসীকে। এই পরিস্থিতিতে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। বিশেষ করে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অফিস যেমন খোলা, তেমনই অন্যান্য অনেক ক্ষেত্রেও কিছু সময়ের জন্য ছাড় দিয়েছে নবান্ন। তবে বিনা কারণে যারা রাস্তায় বের হচ্ছেন, তাঁদের জন্য বেশ কড়া মনোভাব নিয়েছে কলকাতা পুলিশ।

লালবাজার সূত্রে জানা যাচ্ছে, রাজ্যে দ্বিতীয় পর্যায়ের বিধিনিষেধ চালু হওয়ার পর গত একমাসে শহর কলকাতায় প্রায় ১৯ হাজার কেস দিয়েছে পুলিশ। যারা কোনও উপযুক্ত কারণ ছাড়াই গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছিলেন তাদের ধরে হয় জরিমানা বা গ্রেফতার করেছে পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত একমাসে ১৮,৯১১ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কোভিডবিধি না মানার জন্য। অর্থাৎ দিন প্রতি ৬৩০ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। শুধু তাই নয়, একই সময়ে ৩০,৬৮২ জন মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে লকডাউন বিধি ভাঙার জন্য।

অর্থাৎ প্রতিদিন ১,০২২ জন বাইক আরোহী লকডাউন বিধি ভেঙে রাস্তায় বেরিয়ে আইনি শাস্তির মুখে পড়েছেন কলকাতায়। সূত্রের খবর, বেশিরভাগ গাড়ি বা বাইক আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবুও কোনও ঝুঁকি না নিয়ে রাজ্য সরকার কঠোর করোনাবিধি আরও ১৫ দিনের জন্য বাড়িয়েছে। বন্ধ থাকবে বাস, লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা। ফলে একমাত্র জরুরি পরিষেবা, ও চালু থাকা দফতরের কর্মীরাই রাস্তায় বের হতে পারবেন প্রয়োজনীয় ই-পাস নিয়ে। কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, যাতে মানুষ নির্দিষ্ট ই-পাস নিয়েই যাতায়াত করেন, সেটা নিশ্চিত করতেই জায়গায় জায়গায় নাক চেকিং করা হচ্ছে। যারা ই-পাস ছাড়া রাস্তায় বের হচ্ছেন, তাঁদেরই কেস দেওয়া হচ্ছে।