দেশ ব্রেকিং নিউজ

করোনা উদ্বেগ সাত রাজ্যে

আবার করোনা নিয়ে উদ্বেগে দেশের কয়েকটি রাজ্য। দেশের ২৮ রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ১৬টিতে গত সপ্তাহে নতুন করে করোনা সংক্রমণে আক্রান্তের খোঁজ পেয়েছে প্রশাসন। নতুন করে করোনার সংক্রমণ প্রশাসনকে চিন্তায় ফেলেছে। সব রাজ্যে হয়তো নতুন করে সংক্রমিতের সংখ্যা বড় নয়। তবে সংক্রমণের হার বাড়তে থাকায় উদ্বেগ থাকছে। দেশের মোট সাতটি রাজ্যে পরিস্থিতি উদ্বেগজনক বলে জানা গিয়েছে। মহারাষ্ট্র, কেরল ছাড়াও রয়েছে বেশ কয়েকটি রাজ্য।
মহারাষ্ট্র সরকার লকডাউন করার হুঁশিয়ারি দিলেও তাদের দাবি রাজ্যে নতুন করে সংক্রমণ বাড়ার যে প্রবণতা তৈরি হয়েছে, সেটা আদৌ দ্বিতীয় ঢেউ নয়। কিছুদিন মধ্যেই সংক্রমণ কমবে, এমন আশাও করছে তারা। মহারাষ্ট্রে করোনার নতুন কেসের হিসাবে ৮১ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। মধ্যপ্রদেশে ৪৩ ও পাঞ্জাবে ৩১ শতাংশ। নতুন করে সংক্রমণের হার জম্মু–কাশ্মীরে ২২ শতাংশ, ছত্তিশগড়ে ১৩, হরিয়ানায় ১১ ও চণ্ডীগড়ে ৪৩ শতাংশ বেড়েছে। মহারাষ্ট্র, কেরল ও তামিলনাড়ুতে নতুন করে সংক্রমণের হার বেড়েছিল। ১৫ থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে কর্ণাটকেও ২৮৭৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।
পশ্চিমবঙ্গে নতুন করে ১৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর। রাজ্যে এখন করোনা সংক্রমিতের মোট সংখ্যা ৫,৭৩,৯১০। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১০,২৫১ জন। ৫,৬০,২১৯ জন করোনাকে হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫,২১০ জন। এই সংক্রমণ রেকর্ড করা হয়েছে ৭৩ হাজার ১৫৬টি নমুনা পরীক্ষার বিপরীতে। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের হার ছিল ৭.১২ শতাংশ। গত তিন দিন ধরে এই সংক্রমণের হারটি বাড়তে বাড়তে রবিবার দশ শতাংশের ওপরে উঠে গিয়েছিল। সেটা কমে আসায় কিছুটা স্বস্তি পাওয়া গিয়েছে। তবে সংক্রমণের হারের স্বস্তিটা বহাল থাকে কি না, সেটা মঙ্গলবারের রিপোর্টে দেখা যাবে।