দুর্গাপুজোয় রাস্তায় ভিড় বাড়ছে মানুষের। তাও আবার মুখে মাস্ক ছাড়া। আড়ালে আবড়ালে এই নিয়ে কথা বলছেনও অনেকে। তবে পুজো দেখায় খামতি নেই। রাজ্য স্বাস্থ্য দফতরের একটি পরিসংখ্যান চোখ টানতে পারে অনেকের। গত ২৪ ঘণ্টায় রাজ্য করোনা আক্রান্ত হয়েছেন ৭৭১ জন। তার মধ্যে শুধু কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ২০৩ জন। ফলে উৎসব পরবর্তীতে ভয় তো একটা থাকছেই।
গত কয়েক দিন ধরে করোনাভাইরাস বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন বা কোভিড মুক্ত হয়েছেন ৭৭৫ জন। সুস্থতার হার ৯৮.৩২। পাশাপাশি রাজ্যে গত একদিনে করোনার শিকার হয়েছেন ১১ জন। কয়েক দিন ধরেই মৃত্যুর সংখ্যা এগারোর পাশাপাশি ঘোরফেরা করছে। মৃত্যু হার গিয়ে দাঁড়িয়েছে ১.২০ শতাংশ।
করোনার প্রথম ঢেউয়ের সময়ে গোটা রাজ্যের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলির মতো জেলা। এবারও হয়তো আশঙ্কা তৈরি করছে কলকাতা। গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২০৩ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩,১৮,৫৪৬ জন। কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ১২৮ জন। এর পাশাপাশি গত একদিনে হাওড়ায় আক্রান্ত ৬৭, দক্ষিণ ২৪ পরগনায় ৪২, হুগলিতে ৫৩ জন, দার্জিলিংয়ে ৩৯ জন ও নদিয়ায় ৪৬ জন।
গত একদিনে রাজ্যে করোনার শিকার হলেন ১১ জন। এর মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ৩ জনের, উত্তর ২৪ পরগনায় ৪ জনের, দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২ জনের। এনিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৮,৯৩৫। রাজ্যে এখন সক্রিয় রোগীর সংখ্য়া ৭,৬৫৭। গতকালের তুলনায় কমেছে ১৫ জন।