দেশ ব্রেকিং নিউজ

করোনায় আক্রান্ত–মৃত বাড়ল

ফের দেশে করোনার দাপাদাপি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ৪০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে কড়া ভাষায় করোনাবিধি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বিগত কয়েকদিন ধরেই মহারাষ্ট্র, গুজরাটে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল করোনা সংক্রমণ। টিকাকরণ শুরুর পরে কিছুটা গা ছাড়া মনোভাব দেখা গিয়েছিল সাধারণ মানুষের মধ্যেও। কিন্তু এই অসচেতনতার বড় মাশুল দিতে হতে পারে সাধারণ মানুষকে, বারবার সাবধান করছিলেন বিশেষজ্ঞরা। এবার যাবতীয় আশঙ্কা সত্যি করে রেকর্ড গড়ল সংক্রমণের হার।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮৮ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৫৫৮ জনের। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮৮ হাজার ৩৯৪ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ৬০ হাজার ৯৭১। ফলে দেশে এখনও পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৩ কোটি ২৪ লক্ষ ৩১ হাজার ৫১৭। আর এখনও পর্যন্ত টিকাকারণ হয়েছে ৪ কোটি ২০ লক্ষ ৬৩ হাজার ৩৯২ জনের।
করোনা সম্পর্কিত যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি সুনিশ্চিত করার জন্য রাজ্য–কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়েছে কেন্দ্র। এই চিঠিতে বলা হয়েছে কনটেইনমেন্ট জোনগুলিতে ৩১ মার্চ পর্যন্ত চালাতে হবে কড়া নজরদারি। তবে আশার বিষয়, দেশজুড়ে চলছে টিকাকরণ। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৪ কোটি ২০ লাখ ৬৩ হাজার ৩৯২ জন দেশবাসী।