দেশ

পরপর দু’‌দিন বাড়ল সংক্রমণ

ফের বাড়ল করোনা সংক্রমণ। আজ ফের সংক্রমণ বাড়ায় দেশে পরপর দু’‌দিন বাড়ল আক্রান্তের সংখ্যা। যা বেশ কিছুটা অস্বস্তিকর। যেখানে কমতে শুরু করেছিল করোনাভাইরাস সংক্রমণ গোটা দেশে, সেখানে আবার দেশে তা বেড়ে গেল। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এমনকী আতঙ্কিত হয়ে পড়ছেন মানুষজন।

করোনা যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য একাধিক বিধিনিষেধ নেওয়া হয়েছিল। কিন্তু ছাড় বাড়তেই দেখা গেল তা বেড়ে যাচ্ছে।বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ২০৮ জন। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৩ হাজার ৫৭০ জন। নতুন করে মৃ্ত্যু হয়েছে ২ হাজার ৩৩০ জনের। নতুন আপডেটের জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ৯৭ লাখ ৩১৩ জন। এরমধ্যে অবশ্য সুস্থ হয়ে উঠেছে ২ কোটি ৮৪ লাখ ৯১ হাজার ৬৭০ জন। করোনার দাপটে দেশে এখন অবধি মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৯০৩ জনের।

তবে দেশের অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা শেষ ৭১ দিনে সর্বনিম্নতে এসে দাঁড়িয়েছে। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমের জেরেই যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমছে তা বলার অপেক্ষা থাকে না। পুরোদমে চলছে ভ্যাকসিনের কাজও। দেশে বর্তমানে তিনটি ভ্যাকসিনের মাধ্যমে টিকাকরণ চলছে। আগামী মাসেই আরও একটি ভ্যাকসিন বাজারে আসতে পারে। সেক্ষেত্রে টিকাকরণের কাজ এগোবে আরও দ্রুত গতিতে। এখন পর্যন্ত ২৬ কোটি ৫৫ লাখ ১৯ হাজার ২৫১ জন ভ্যাকসিন পেয়েছেন।

সম্প্রতি ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে নিয়ম বদল করেছে মোদী সরকার। এবার থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য আগাম রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। এতদিন টিকা নিতে দেলে অনলাইনে নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক ছিল। সেই নিয়ম এবার বদলাল সরকার। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, টিকা নেওয়ার আগে অনলাইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়।