দৈনিক করোনা সংক্রমণের ওঠা–নামা লেগেই রয়েছে। প্রায় ১৪ শতাংশ কমে যাওয়ার পর শনিবারের দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় ১০.৬ শতাংশ বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী শনিবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ১৩ লক্ষ ৩২ হাজার ১৫৯। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৯৭ জন।
শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লক্ষ ৩১ হাজার ২৬৬টি। সেই জায়গায় দাঁড়িয়ে এদিন সংক্রমণের হার ২.৩৯ শতাংশ। এখন ভারতে সক্রিয় রোগীর সংখ্যা রয়েছে ৪ লক্ষ ৮ হাজার ৯৭৭। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী ৩ হাজার ৪৬৪ জন বেড়েছে। স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী, বর্তমানে সক্রিয় রোগীর হার ১.৩১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণের থেকে অনেকটাই কমেছে সুস্থতা। এই সময়সীমায় করোনা থেকে সেরে উঠেছেন ৩৫ হাজার ৮৭ জন। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ৩ কোটি ৫ লক্ষ ৩ হাজার ১৬৬। ভারতে এখন সুস্থতার হার রয়েছে ৯৭.৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৫৪৬। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৪ লক্ষ ২০ হাজার ১৬ জনের। মৃত্যুহার আজ রয়েছে ১.৩৪ শতাংশে।
কেরলে সংক্রমণ রেকর্ড করা হয়েছে ১৭ হাজারের ওপরে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে আচমকা বেশ কিছুটা বেড়ে গিয়েছিল দৈনিক কোভিড সংক্রমণের হার। শুক্রবার স্বস্তি দিয়ে তা কিছুটা কমেছে। তবে নতুন সংক্রমণ ফের আটশো পার করেছে। অন্যদিকে, অন্যান্য দিনের তুলনায় মৃতের সংখ্যাও বেশ কিছুটা বেড়েছে।