লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। সোমবার মৃত্যুর সংখ্যা ছিল ২৪৭ জন। মঙ্গলবার তা বেড়ে হল ২৫৮। আর এক দিনে সর্বোচ্চ ৫২ হাজার ৪৭৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৯২৫ জন। সংক্রমণের হার ২৮.৪৪ শতাংশ। সামগ্রিক ভাবে সংক্রমণের হার ১৫.৮১ শতাংশ।
সুস্থতার মোট সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন। এই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। কোভিড ভয়ংকর রূপ নিয়েছে। খালি নেই সরকারি কোনও হাসপাতালের আইসিইউ বিছানা। আক্রান্তদের নিয়ে অসহায় মানুষের হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে চলা। স্বাস্থ্যসামগ্রীর জোগানে টান পড়েছে। জীবনদায়ী অক্সিজেনের আমদানি বেড়ে গিয়েছে।
ভারত থেকে আসছে আরও একটি অক্সিজেন এক্সপ্রেস। ঢাকার ভারতীয় হাই কমিশন জানিয়েছে, ভারতীয় রেলের আরও একটি অক্সিজেন এক্সপ্রেস ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেনের (এলএমও) দ্বিতীয় চালান নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে ১০টি কন্টেনারে ওই অক্সিজেন বহনকারী ট্রেনটি ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়েছে।
হাই কমিশন জানায়, এটিও যথারীতি আগের জায়গায় তথা বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনে খালাস হবে। তার মাধ্যমে অতিমারি মোকাবিলায় বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল পড়শি ভারত। ২৪ ঘণ্টায় যে ২৫৮ জন মারা গিয়েছেন তাঁদের মধ্যে পুরুষ ১৩৮ জন ও মহিলা ১২০ জন। এর মধ্যে ১৫ জন নিজেদের বাড়িতে মারা গিয়েছেন। বাকিরা হাসপাতালে। মৃত্যুর বিভাগওয়ারি হিসাব: ঢাকা ৮৪, চট্টগ্রাম ৬১, খুলনা ৫০, রাজশাহী ২১, বরিশাল ১৩, রংপুর ১১, ময়মনসিংহ ১১ এবং সিলেট ৭।