দেশ ব্রেকিং নিউজ

করোনা–দেবীর মন্দিরে ভক্তের ভিড়

দু’‌বছর ধরে দেশে ছড়াতে থাকে করোপ্রায়নাভাইরাস। রোজ হাজার হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে থাকে। বাড়তে থেকে মৃত্যু। এই অবস্থায় করোনার প্রথম ঢেউ সামলে উঠতে না উঠতেই ফের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত মানুষ। গত বছরের মতোই এই বছরও দফায় দফায় বিভিন্ন রাজ্যে লকডাউন শুরু হয়। মানুষ এই মহামারী থেকে মুক্তি পেতে অনেক কিছুই করছে। তবে এবার করোনা থেকে বাঁচতে ভাইরাসকে দেবী বানিয়ে পুজো করা শুরু করল উত্তরপ্রদেশের প্রতাপগড়ের মানুষ।

দেখা গেল, নিম গাছের তলায় মাটি দিয়ে মূর্তি গড়ে, শাড়ি, গয়না পরিয়ে সাজানো হয়েছে করোনা মাতাকে। একটি মাস্কও পরানো হয়েছে। হাতে লাল চুড়ি, চোলি। নিম গাছের তলায় এই মূর্তি বসিয়ে লেখা হয়েছে বিশ্বের একমাত্র করোনা মাতার মন্দির। তবে এখানেই শেষ নয় রোজ বহু মানুষ ভিড় জমাচ্ছেন এই মন্দির তলায়। ধুপ, মিষ্টি, ফুল দিয়ে চলছে করোনা মায়ের পুজো।

পুজো হয়ে গেলে সকলকে প্রসাদ দেওয়া হচ্ছে। শান্তির জল ছেটানো হচ্ছে। কিন্তু পুজোতে ঠিক কি মন্ত্র পাঠ হচ্ছে তা জানা নেই। এই দেশেই দেখা যায়, করোনা থেকে বাঁচতে গোমূত্র পানের নিদান। আবার গোবর মেখে বসে থাকতেও দেখা গিয়েছে মানুষকে। অক্সিজেন দেওয়ার বদলে রোগীকে গোমূত্র খাওয়াতেও দেখা গিয়েছে। সে দেশে করোনাভাইরাস যে দেবী রূপ পেতে পারে তাতে অবাক হওয়ার কিছু নেই। ভয় থেকে মানুষ এমন কত দেবতারই জন্ম দিয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে করোনা মাতার পুজো সত্যিই অবাক করেছে।