আবার দেশে অনেকটা বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। মঙ্গলবারের তুলনায় একধাক্কায় প্রায় ৪০ শতাংশ বেড়েছে সংক্রমণ। গতকাল করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ২৫ হাজারে নেমেছিল। বুধবার একদিনে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ১৭৮ জন। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দেশে মোট আক্রান্ত বেড়ে ৩ কোটি ২২ লক্ষ ৮৫ হাজার ৮৫৭ জন।
এদিকে দেশে এখন করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৭ হাজার ৪১৫ জন। ১৪৮ দিনে সর্বনিম্ন সক্রিয় রোগী। মোট আক্রান্তের মাত্র ১.১৪ শতাংশ বর্তমানে করোনায় আক্রান্ত রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ২০২০ সালের মার্চ মাসের পর এই প্রথম এত নিচে রয়েছে সক্রিয় রোগীর সংখ্যা। যদিও বিগত ২৩ দিন ধরে ৩ শতাংশের নীচেই রয়েছে দৈনিক সুস্থতার হার।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যায় খুব কিছু হেরফের নেই। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৪০ জন। এখনও পর্যন্ত করোনার হানায় মোট মারা গিয়েছেন ৪ লক্ষ ৩২ হাজার ৫১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ১৬৯ জন। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ১৪ লক্ষ ৮৫ হাজার ৯২৩ জন। দেশে সুস্থতার হার বর্তমানে ৯৭.৫২ শতাংশ।
You must be logged in to post a comment.