দেশ ব্রেকিং নিউজ

‘‌করোনার বিরুদ্ধে ঐক্যের লড়াই’‌

ভারতের করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই হল জনগণের লড়াই। আর সেই লড়াইকে বিপুল শক্তি জোগাচ্ছেন করোনা যোদ্ধারা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধিনিষেধ এবং সতর্কতায় ঢিলে দিলে নভেম্বর মাস থেকে ফের বাড়তে শুরু করতে পারে করোনা সংক্রমণ। মানুষ যাতে সতর্কতায় ঢিলেমি না দেন, তাই বৃহস্পতিবার কোভিড–সচেতনতা প্রচারের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মোদীর বার্তা, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই দেশবাসী জিতবেই।
প্রধানমন্ত্রী ট্যুইটে লেখেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে একজোট হতে হবে। সবসময় মনে রাখবেন, মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, দো গজ কি দুরি বজায় রাখতে হবে। তবেই একসঙ্গে আমরা সফল হবো। একজোট হয়ে আমরা কোভিড ১৯–কে পরাস্ত করব। প্রধানমন্ত্রী এই কথা বললেও বাংলায় যে নবান্ন অভিযান করছে বিজেপি তাতে মানা হল না কোনও সামাজিক দূরত্ববিধি। ফলে এই আহ্বান নিয়ে প্রশ্ন উঠে গেল।
কিন্তু করোনার সংক্রমণ বাড়লেও কোনওভাবেই লকডাউন ঘোষণা করা হবে না। সেক্ষেত্রে সাধারণ মানুষকে নিজেদের সুরক্ষা নিজেদেরকেই নিতে হবে। তাই এই প্রচারের ওপরে বেশি জোর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় আধিকারিকরা জানান, দেশের সব প্রান্তে বিভিন্ন ভাষায় চালানো হবে কোভিড–১৯ সচেতনতা প্রচার। দূরদর্শন ইতিমধ্যেই মাস্ক আপ ইন্ডিয়া ক্যাম্পেন শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রী টুইটে লেখেন, আমাদের মিলিত প্রচেষ্টায় অনেক মানুষের প্রাণ রক্ষা হয়েছে। সেই ধারাই অব্যাহত রাখতে হবে। এই ভাইরাসের থেকে আমাদের দেশবাসীকে বাঁচাতে হবে।