দেশ ব্রেকিং নিউজ

আগের থেকে সক্রিয় রোগী কমল

নতুন করে সংক্রমণ প্রায় ১০ শতাংশ কমল রবিবার। তবে কেরলের ওনাম উৎসবের কারণে তুলনামূলকভাবে নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটাই কম। যার জেরে আগের দিনের থেকে ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যাও কমল প্রায় তিন হাজার। সংক্রমণের হারে খুব একটা রদবদল নেই।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, শনিবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ২৪ লক্ষ ২৪ হাজার ২৩৪। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৪৮ জন।
২৪ ঘণ্টায় ভারতে ১৫ লক্ষ ৮৫ হাজার ৬৮১টি নমুনা পরীক্ষা হয়েছে। এ দিন সংক্রমণের হার ছিল ১.৯৫ শতাংশ। বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৫৩ হাজার ৩৯৮। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ৭,৯৪২ জন। এখন মোট আক্রান্তের নিরিখে সক্রিয় রোগীর হার ১.০৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় পাঁচটা রাজ্যে সংক্রমণ ছিল এক হাজারের ওপরে। এর মধ্যে কেরলে যথারীতি সব থেকে বেশি। এ ছাড়া উল্লেখযোগ্য রাজ্যগুলির মধ্যে রয়েছে ওড়িশা (৯১১), পশ্চিমবঙ্গ (৬৭৮), অসম (৭০৮), মিজোরাম (৫৭৬), মণিপুর (৪৪২) এবং তেলঙ্গনা (৩৪০)।

গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাটি কিছুটা বেড়েছে। এই সময়ের মধ্যে ৪০৩টি মৃত্যু রেকর্ড করেছে দেশ। এর ফলে ভারতে এখনও পর্যন্ত কোভিডের কারণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৩৪ হাজার ৩৬৭। দেশে মৃত্যুহার বর্তমানে ১.৩৪ শতাংশে রয়েছে।