দেশ ব্রেকিং নিউজ

দৈনিক সংক্রমণে শীর্ষে ভারত‌

শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা ৯৩ হাজারের বেশি। তার মধ্যে প্রায় ৮১ শতাংশই আটটি রাজ্যের বলে জানাল স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু মোট সংক্রমণের নিরিখে অবশ্য আমেরিকা শীর্ষে, তার পরে ব্রাজিল, তৃতীয় স্থানে ভারত। কিন্তু এখন দেখা যাচ্ছে, মোট সংক্রমণে বিডেনের দেশ শীর্ষে থাকলেও, দৈনিক সংক্রমণ তারা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছে। পেরেছে ব্রাজিলও। কিন্তু এক্ষেত্রে একটু পিছিয়েই পড়ল ভারত।
ভারতে সক্রিয় রোগী রয়েছেন ৬ লক্ষ ৯১ হাজার ৫৯৭ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী বেড়েছে ৩২ হাজার ৬৮৮ জন। বর্তমানে দেশে ৫.৫৪ শতাংশ কোভিডরোগী চিকিৎসাধীন। একটি বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ভারতে শুক্রবার একদিনে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ১২৯ জন। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ হাজার ২৪৯ জন কোভিডে সংক্রমিত হয়েছেন। সেখানে ব্রাজিলে ৭০ হাজার ২৩৮ জন। আমেরিকায় আক্রান্ত ৬৯ হাজার ৮২২ জন। তবে গত এক সপ্তাহে গড় দৈনিক আক্রান্তের নিরিখে শীর্ষে ব্রাজিলই।
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, মহারাষ্ট্র, কর্নাটক, ছত্তীশগড়, কেরল এবং পাঞ্জাবেই রয়েছেন এই মোট সক্রিয় রোগীর ৭৬.৪১ শতাংশ। আবার শুধুমাত্র মহারাষ্ট্রেই রয়েছেন মোট সক্রিয় রোগীর ৫৮.১৯ শতাংশ। শনিবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ২৪ লক্ষ ৮৫ হাজার ৫০৯। এক দিনে আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ২৪৯। আটটি রাজ্যেই নতুন সংক্রমিতের ৮০.৯৬ শতাংশের হদিশ মিলেছে। নতুন করে আক্রান্তের দিক থেকে তালিকার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৯,৪৪৭ জন। এর পরে ছত্তীসগঢ় (৫,৮১৮) এবং কর্নাটক (৪,৩৭৩)। এই তিন রাজ্য–সহ যে আটটি রাজ্য মিলিয়ে নতুন করে যে ৮১ শতাংশ করোনা সংক্রমিত চিহ্নিত হয়েছেন, সেই রাজ্যগুলির মধ্যে রয়েছে দিল্লি, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, গুজরাত, উত্তরপ্রদেশ। অন্যদিকে, শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫১৩ জন কোভিডরোগীর। এর মধ্যে ৮৫.১০ শতাংশই আটটি রাজ্যে।
উল্লেখ্য, শুক্রবার পর্যন্ত গত এক সপ্তাহে ভারতে গড় দৈনিক আক্রান্ত ছিল ৬৮ হাজার ৯৬৯। সেখানে আমেরিকায় তা ৬৫ হাজার ৭৫৩। ব্রাজিল ৭২ হাজার ১৫১। ভারতের দৈনিক সংক্রমণের হার উদ্বেগ বাড়াচ্ছে। ২০২০-র ১৭ সেপ্টেম্বর ভারতে দৈনিক সংক্রমণ পৌঁছেছিল ৯৭ হাজার ৮৯৪-তে। দেশে করোনা সংক্রমণের শুরু থেকে ২০২১-এর ৪ এপ্রিল পর্যন্ত এটিই ছিল সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।