দেশ লিড নিউজ

রেকর্ড ভেঙে পার চার লাখ

পরিস্থিতি সত্যিই খুব উদ্বেগের। ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ভেঙে আক্রান্তের গণ্ডী ফের ৪ লক্ষ পার, মৃতের সংখ্যা ৪ হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন। বুধবার ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বুধবারের তুলনায় সুস্থের হার গতকালের তুলনায় কম। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ৩ লাখ ২৯ হাজার ১১৩ জন। অর্থাৎ অনেকটা বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা। যার ফলে নতুন করে দেখা দিতে পারে অক্সিজেন–বেড ও যথাযথ চিকিৎসা পাওয়ার জন্য হাহাকার।
জানা গিয়েছে, গতকালের তুলনায় বেড়েছে মৃত্যু সংখ্যা। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩,৯৮০ জনের। বুধবার সংখ্যাটা ছিল প্রায় ৩,৭০০। স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মোট করোনায় আক্রান্ত পৌঁছল ২ কোটি ১০ লক্ষ ৭৭ হাজার ৪১০ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৭২ লক্ষ ৮০ হাজার ৮৪৪ জন। মৃতের সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার ১৬৮ জন।
আর মোট ভ্যাকসিন পেয়েছেন ১৬ কোটি ২৫ লক্ষ ১৩ হাজার ৩৩৮ জন। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সেসের একটি দল আশঙ্কা করছে, আগামী ১১ জুনের মধ্যে দেশে মৃতের সংখ্যা পৌঁছতে পারে কমপক্ষে ৪ লক্ষ ৪ হাজার। অন্যদিকে, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেল্থ মেট্রিকস অ্যান্ড ইভ্যালুয়েশন জানিয়েছে, বর্তমান পরিস্থিতির উন্নতি না হলে আগামী জুলাই মাসের শেষে মৃতের সংখ্যা বেড়ে ১ কোটি ১৮ হাজার ৮৭৯-তে পৌঁছবে।
উল্লেখ্য, আমেরিকায় মৃতের সংখ্যা ৫ লক্ষ ৭৮ হাজার। গোটা বিশ্বে এটাই সর্বোচ্চ। বুধবার পর্যন্ত ভারতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ২৬ হাজার ১৮৮ জন। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৭৮০ জন। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, দিল্লি, ছত্তিশগড় এবং মহারাষ্ট্র সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণ দ্রুতগতিতে বাড়ছে।