বাংলাদেশ

করোনা নিয়ন্ত্রণে এসেছে বাংলাদেশে

করোনাভাইরাসকে অনেকটাই নিয়ন্ত্রণে এনে ফেলেছে বাংলাদেশ। অন্তত বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দাবি তেমনই। তাঁর কথায়, ‘‌বাংলাদেশে করোনায় মৃত্যুর হার বিশ্বের সবচেয়ে কম দেশেগুলির মধ্যে। কোভিডে বাংলাদেশ এখন অনেকটাই নিরাপদ।’‌
এই খবর প্রকাশ্যে আসার পর অনেকেই মনে বল পেয়েছেন। তাহলে হয়তো কমে এসেছে মারণ ভাইরাসের প্রকোপ। ঢাকার শিশু হাসপাতালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন–২০২০ অনুষ্ঠানের উদ্বোধনে যোগ দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, গত মার্চ মাসে বাংলাদেশে যখন প্রথম করোনা থাবা বসায়, তখন নানা জল্পনা শুরু হয়। বলা হচ্ছিল, বাংলাদেশের রাস্তায় মানুষের লাশ পড়ে থাকবে। করোনায় লাখ লাখ মানুষ মারা যাবেন। অথচ বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর হার সবচেয়ে কম দেশগুলির মধ্যেই রয়েছে।
বাংলাদেশে মোট করোনা সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জন। আর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৮। স্বাস্থ্য অধিদপ্তরের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই বিচারে পজিটিভ রোগীর সংখ্যা ১১.৪১ শতাংশ।