স্বাভাবিক ছন্দে ফেরার মধ্যেই সংখ্যাটা ৫০ হাজারের দোরগোড়ায় পৌঁছে গেল। বাংলাদেশে করোনাভাইসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একইসঙ্গে মৃত্যু মিছিলও দীর্ঘ হচ্ছে। পরিস্থিতি মোকাবিলা করতে আক্রান্তের সংখ্যার ভিত্তিতে দেশের বিভিন্ন এলাকাকে রেড, গ্রিন, ইয়েলো জোনে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
বাংলাদেশে আরও ২,৩৮১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৫৩৪ জন। দেশজুড়ে এই মারণ ভাইরাসের বলি হয়েছেন আরও ২২ জন। যার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৭২ জন।
এখন সচল বাংলাদেশের জনজীবন। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলার ক্ষেত্রে কিছু মানুষের বেপরোয়া মনোভাবে সেদেশের করোনা আক্রান্তের সংখ্যা প্রত্যেকদিন বেড়ে চলেছে বলে অভিযোগ। উদ্ভূত পরিস্থিতিতে আক্রান্তের সংখ্যার ভিত্তিতে দেশের বিভিন্ন এলাকাকে তিনটি জোনে ভাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‘রেড জোন’, ‘ইয়েলো জোন’ এবং ‘গ্রিন জোন’।এদিন সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে উচ্চপর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।