করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা করে ঘুরে দাঁড়াচ্ছে এই দেশ। তবে চিন্তায় রেখেছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। চিন্তায় রেখেছে করোনাভাইরাসের ডেল্টা প্রজাতি। এই পরিস্থিতিতে সন্তোষজনক বার্তা দিল, রাশিয়ার সংস্থা। সংস্থার একটি গবেষণা রিপোর্টে দাবি করা হয়েছে, করোনার নয়া প্রজাতির বিরুদ্ধে খুবই কার্যকর রুশ টিকা স্পুটনিক-ভি।
রাশিয়ার সংস্থা একটি গবেষণা রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্ট সূত্রে খবর, উক্ত গবেষণায় দাবি করা হয়েছে করোনা ভাইরাসের Alpha B.1.1.7, Beta B.1.351, Gamma P.1 এবং Delta B.1.617.2 ও B.1.617.3 প্রজাতির বিরুদ্ধে কার্যকর স্পুটনিক-ভি। একইভাবে মস্কো প্রজাতি (B.1.1.141 ও B.1.1.317) বা C.37 বা Lambda-র বিরুদ্ধেও কাজ করে এই টিকা।
একটি পরীক্ষায় দেখা গিয়েছে, বহুক্ষেত্রে অন্যান্য টিকার তুলনায় ডেল্টা এবং নয়া প্রজাতির বিরুদ্ধে বেশি সফল রুশ টিকা স্পুটনিক-ভি। ভবিষ্যতে রুশ টিকার কার্যকারিতা নিয়ে আরও গবেষণা চলবে বলে জানিয়েছে সংস্থাটি। বর্তমানে ভারত-সহ ৬৭টি দেশে ব্যবহার হচ্ছে রুশ টিকা স্পুটনিক-ভি।