This time Corona's hand is in Barisal. A 22-year-old girl and an 80-year-old man died in the Corona ward of Sher-e-Bangla Medical College Hospital in Barisal five hours apart. In the last 24 hours, 14 corona patients have been identified in Barisal division.
বাংলাদেশ

বরিশালে করোনার থাবা, মৃত্যু মুক্তিযোদ্ধার

এবার করোনার থাবা বরিশালে। বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে পাঁচ ঘণ্টার ব্যবধানে ২২ বছরের এক তরুণী ও ৭০ বছরের এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে এই দু’‌জন মারা যান। বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৮ জন পুলিশ কর্মী রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে খবর, গত ২৮ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯ জন মারা গিয়েছেন। তার মধ্যে ২০ জনই মারা যান বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে। বরিশাল মহানগর পুলিশ সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৪ জনের মধ্যে মহানগর পুলিশের ১ উপপরিদর্শক, ৭ জন কনস্টেবল এবং ১ কনস্টেবলের দুই আত্মীয় রয়েছেন। তাঁদের মধ্যে একজন মহিলা কনস্টেবলও আছেন। তাঁর বয়স ২২ বছর। তাঁরা সবাই পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, এখনও পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯৯। তাঁদের মধ্যে ৩২ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য বিভাগের কর্মী রয়েছেন। বরিশালে ৭১, বরগুনায় ৪০, পটুয়াখালীতে ৩৩, পিরোজপুরে ২৮, ঝালকাঠিতে ১৭ এবং ভোলায় ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২২ বছরের তরুণী হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান। তাঁর বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার চর যমুনা গ্রামে। ৭০–এর ওপর আর এক রোগী মারা যান শুক্রবার। তিনি একজন মুক্তিযোদ্ধা।