সুস্থতার পথে হাঁটছে দেশ। কমছে দৈনিক সংক্রমণের পরিমাণ। বাড়ছে সুস্থতার হার। নিম্নমুখী অ্যাক্টিভ কেসের সংখ্যাও। ফিকে হচ্ছে দ্বিতীয় ঢেউয়ের আতঙ্ক। যদিও আবার বেশ কিছুটা বৃদ্ধি পেল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৯৫১ জন। এই মুহূর্তে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৬৪-তে। সুস্থতার হার আরও খানিকটা বেড়েছে। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৬.৯ শতাংশ।
গতদিন একধাক্কায় সংক্রমণ নেমেছিল ৪০ হাজারের নিচে। কিন্তু, ফের একবার এই মারণ ভাইরাসের দাপটে বাড়ল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী কোভিড আক্রান্তের সংখ্যা। ২২ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। তবে কমল দৈনিক মৃত্যু। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৮১৭ জন। দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটকে আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩ লাখ ৬২ হাজার ৮৪৮। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৩ লাখ ৯৮ হাজার ৪৫৪ জন।
এদিকে, দেশে এবার আসতে চলেছে সিঙ্গল ডোজ ভ্যাকসিন। জনসন & জনসন–এর এই সিঙ্গল ডোজ ভ্যাকসিনের নাম রাখা হয়েছে জানসিন। যার জন্য কোনও ট্রায়ালেরও প্রয়োজন নেই বলে জানিয়েছে মার্কিন এই সংস্থা। জানা গিয়েছে, ডিসিজিআই–এর ঘোষণা অনুযায়ী, ইতিমধ্যেই আমেরিকায় এই টিকার ট্রায়াল হয়েছে। জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য টিকা ভারতে পাঠানোর সিদ্ধান্তও নিয়েছে মার্কিন প্রদেশ। ফলে ব্যবহারের ছাড়পত্রের পর নতুন করে আর ট্রায়ালের প্রয়োজন নেই বলেই জানিয়েছে সংস্থা।
অন্যদিকে কোভ্যাক্সিন, কোভিশিল্ডের পাশাপাশি দেশে এবার আরও এক ভ্যাকসিন ব্যবহার করা হতে পারে। মডার্না ভ্যাকসিনকে ছাড়পত্র দিল দ্য ড্রাগ কন্ট্রোনাল জেনারেল অফ ইন্ডিয়া। জরুরি ভিত্তিতে মডার্না ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে ডিজিসিআই বলে সূত্রের খবর। ১৮ বছর বয়সী ঊর্ধ্বেদের ব্যবহারের ক্ষেত্রে এই টিকা কাজে লাগানো হতে পারে। ভারতে টিকা আনতে অনুমতি চেয়েছে মডার্না। সিপলার মাধ্যমে টিকা আনতে অনুমতি চায় মডার্না।