This time Corona's hand is in Barisal. A 22-year-old girl and an 80-year-old man died in the Corona ward of Sher-e-Bangla Medical College Hospital in Barisal five hours apart. In the last 24 hours, 14 corona patients have been identified in Barisal division.
বাংলাদেশ ব্রেকিং নিউজ

বাংলাদেশে বাড়ছে করোনাভাইরাস, চিন্তায় প্রশাসন

বাংলাদেশে করোনাভাইরাস আতঙ্কের সৃষ্টি করেছে। সোমবার আরও চার জেলায় সেটি ছড়িয়ে পড়েছে। এই নিয়ে মোট ৩৮টি জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ল। পরিসংখ্যান অনুসারে, আরও ১৩৯ জনের শরীরে এই মারণ ভাইরাসের উপস্থিতি মিলেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে হয়েছে ৬২১ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন আরও চারজনের মৃত্যু হয়েছে। ফলে এই মুহূর্তে সংখ্যাটা বেড়ে হয়েছে ৩৪। আইইডিসিআরের প্রধান অধ্যাপক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাংবাদিক বৈঠকে জানান, সর্বশেষ যে চারজনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে তিনজনই পুরুষ এবং একজন মহিলা। অর্ধেকই ঢাকার বাসিন্দা।
অন্যদিকে নতুন করে যে ১৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন তাঁদের ২৫ শতাংশের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ২১ শতাংশের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। নতুন রোগীদের মধ্যে বড় অংশ ঢাকার। সেই সংখ্যাটা ৬২ জন। সংক্রমিত জেলাগুলির তালিকায় নবতম সংযোজন লক্ষ্মীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং ঝালকাঠি। তবে রাজশাহী বিভাগের ৮ জেলায় এখনও কোনও করোনা রোগীর সন্ধান মেলেনি।