করোনার বিরুদ্ধে টিকাকরণকে হাতিয়ার করে গোটা বিশ্ব এগিয়ে যেতে চাইছে, জিততে চাইছে। এর জেরে দৈনিক সংক্রমণও কমেছে অনেকখানি। নিম্নমুখী অ্যাকটিভ কেসও। এই সময় আবারো নতুন রূপে হাজির মারণ ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গোটা বিশ্বের জন্য উদ্বেগের কারণ হতে চলেছে এই নতুন স্ট্রেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) যার পোশাকি নাম দিয়েছে ‘ওমিক্রন’। এই ভয়ংকর ভ্যারিয়েন্টকে প্রতিহত করার বিষয় নিয়েই আজ সকাল সাড়ে ১০টা নাগাদ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৩১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। যে সংখ্যাটা গতকাল ছিল ১০ হাজারের খানিক বেশি। এখনও চিন্তায় রাখছে কেরলের কোভিড গ্রাফ। কর্ণাটকের মেডিক্যাল কলেজে আবার একসঙ্গে আক্রান্ত ৭৭ জন। এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৪৬৫ জন। যা গতকালের তুলনায় সামান্য কম। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৬৭ হাজার ৯৩৩ জন।
পাশাপাশি ২৪ ঘণ্টায় নিম্নমুখী অ্যাকটিভ কেসও। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লক্ষ ৭ হাজার ১৯ জন। এখন সক্রিয় রোগীর হার ০.৩১ শতাংশ। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৯ লক্ষ ৮৮ হাজার ৭৯৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১০ হাজার ৯৬৭ জন। সুস্থতার হার ৯৮.৩৪ শতাংশ।