ক্রমশ মাথাচাড়া দিচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট জে.এন.১। করোনা আক্রান্ত হয়ে প্রাণ গেল দক্ষিণী তারকার। করোনা আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় দক্ষিণী অভিনেতা তথা ডিএমডিকে দলের প্রতিষ্ঠাতা বিজয়কান্ত প্রয়াত অভিনেতা তথা ডিএমডিকে দলের প্রতিষ্ঠাতা বিজয়কান্ত। বৃহস্পতিবার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দক্ষিণী তারকা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বৃহস্পতিবার সকালেই তাঁর কোভিড পজিটিভ রিপোর্ট আসে।
সূত্র মারফত জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই শারীরিক অবস্থা অবনতি হচ্ছিল বিজয়কান্তের। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত মঙ্গলবার থেকে হাসপাতালে ভর্তি ছিলেন বিজয়কান্ত। এরপর কোভিড পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে।চিকিৎসকদের শত চেষ্টার পরও বাঁচানো যায়নি তাঁকে। ২৮ ডিসেম্বরে সকালেই মারা যান তিনি।