আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস

ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। মারণ ভাইরাস ঠেকাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কিছু দেশ আবার নতুন করে বাধানিষেধ জারির সিদ্ধান্ত নিয়েছে। এবার সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার বিমানবন্দরে নামা যাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে মাস্ক।

জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির বিমানবন্দরে যেমন যাত্রীদের মাস্ক পড়তে বলা হয়েছে, তেমনই তাঁদের গায়ের তাপমাত্রাও মাপা হচ্ছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, অনেক যাত্রীরই ফ্লু, নিউমোনিয়া, কোভিড ভ্যারিয়েন্টের মতো উপসর্গ দেখা গিয়েছে। সেই কারণেই বিষয়টিতে নতুন করে জোর দেওয়া হচ্ছে।

২০২০ সালে গোটা বিশ্বে প্রকট হয়েছিল কোভিড-১৯-এর দাপট। লাখে লাখে মানুষ প্রাণ হারিয়েছিলেন এই ভাইরাসে। ২০২২-এর শেষের দিকে ধীরে ধীরে কমে এর প্রকোপ। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিয়েছিল, পুরোপুরি বিদায় নিচ্ছে না করোনা। ভোলবদলে বারবারই ফিরে আসবে করোনা ভাইরাস।