It was expected that the number of corona patients in the state would increase significantly if the migrant workers returned home. This time two more districts of West Bengal lost their green zone badges. The Corona situation has turned sour in Hughli. Besides, the containment zone has increased in Kolkata, Hooghly and South 24 Parganas.
রাজ্য লিড নিউজ

রাজ্যে করোনার বলি বেড়ে ৬

বাংলার আরও একজনের মৃত্যু হল করোনাভাইরাসে। মারা গেলেন বেলঘড়িয়ার প্রৌঢ়। ৫৭ বছরের ওই প্রৌঢ় বেলঘড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবারই নাইসেড থেকে আসা রিপোর্টে দেখা যায় তাঁর কোভিড–১৯ পজিটিভ। এই নিয়ে রাজ্যে মোট ছ’‌জন করোনা আক্রান্তের মৃত্যু হল।
হাসপাতাল সূত্রে খবর, ২৩ মার্চ তিনি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে আগে থেকেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। তাঁর ডায়ালিসিস চলত। তাঁকে হাসপাতালে ভর্তি করার পর ৩০ তারিখ তাঁর সোয়াব পরীক্ষার জন্য নাইসেডে পাঠানো হয়। লালারস পরীক্ষা করা হলেই তার রিপোর্ট পজেটিভ আসে। ওই প্রৌঢ় যে হাসপাতালে ভর্তি ছিলেন, তার কয়েকজন চিকিত্‍‌সক, নার্স এবং স্বাস্থ্যকর্মীকে কোয়ারানটিনে রাখা হয়েছে। তার পরিবারের সদস্যদেরও হোম কোয়ারানটিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সোমবার রাত পর্যন্ত পশ্চিমবঙ্গে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ২২। গতকাল গভীর রাতে তা এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় ৩৭। শেওড়াফুলির আক্রান্ত প্রৌঢ়ের ভাই ও ভাইয়ের ছেলেও করোনায় আক্রান্ত। বুধবার সকাল ৯ টায় তাদের শ্রীরামপুর ওয়ালশ থেকে বেলেঘাটা আইডি–তে নিয়ে যাওয়া হয়। গত একদিনে মৃত্যু হয়েছে তিনজনের। এদিন বেলঘড়িয়ার ব্যক্তির মৃত্যু সংখ্যাটা ৬ পৌঁছে দিল।