আন্তর্জাতিক

‘‌করোনা ভ্যাকসিন চূড়ান্ত পর্যায়ে’‌

তিনি আগেই বলেছিলেন, আমেরিকা করোনাভাইরাসের টিকা বের করতে চলেছে। তিনি দাবি করেছিলেন, সেই টিকাই সবার করোনা সারিয়ে দেবে। আর বিশ্ব থেকে করোনা নির্মূল হবে। হ্যাঁ, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আমেরিকায় তৈরি অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের তৃতীয় বা চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা প্রায় শেষ পর্বে পৌঁছেছে বলে মঙ্গলবার ঘোষণা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার পর তিনি এই কথা বলায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
এখানেই শেষ নয়। এমনকী ডোনাল্ড ট্রাম্প আশাপ্রকাশ করে বলেন, ‘‌আর কয়েক মাসের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকা করোনা ভ্যাকসিন ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হবে। আমি এই ঘোষণা করতে পেরে খুশি যে, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনটি তৃতীয় ধাপের ক্লিনিকাল পরীক্ষায় পৌঁছেছে।’‌
হোয়াইট হাউসের একটি বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘‌আমেরিকা সেই কাজটিই করছে, যা আগে কেউ ভাবেনি। মাত্র কয়েক মাসের মধ্যেই আমরা এটা করতে চলেছি। শেষ একমাসে আমেরিকায় নতুন করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩৮ শতাংশ হ্রাস পেয়েছে। প্রায় ১৫ কোটি নমুনা পরীক্ষা সফল হয়েছে। ১৫ মিনিটেরও কম সময়ে এখন পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়া যাচ্ছে।’‌ যদিও করোনা ভ্যাকসিনের অনুমোদন নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।