রাজ্যের চাপের মুখে ১৮ ঊর্ধ্বদের জন্য কেন্দ্রীয় সরকার করোনা টিকা পাঠাতে সম্মত হল। কেন্দ্র জানিয়েছে, মে মাসে ১৪ লক্ষ ডোজ পাঠানো হবে। যদিও কবে থেকে এই টিকা সরবরাহ করা হবে, তা এখনও সঠিক সিদ্ধান্ত জানাতে পারেনি তারা। আর ওই ডোজেই কাজ সারতে হবে টিকাকরণের। ফলে ওই ডোজ দিয়ে ৪৫ ঊর্ধ্বদের টিকা দেওয়া হবে নাকি ১৮–৪৫ বয়সিদের দেওয়া হবে, তা নিয়ে ধোঁয়াশায় রাজ্য। শনিবারই তাই জরুরি বৈঠক ডেকেছে রাজ্যের স্বাস্থ্যদপ্তর। রাজ্যে আজ, ১ মে থেকে ১৮–৪৫ বয়সিদের টিকাদান কার্যত হচ্ছে না। ৪৫ উর্ধ্বদের টিকাকরণ অবশ্য রোজ যেমন চলছে, চলবে। আর বেসরকারি হাসপাতালে প্রথম ডোজ নেওয়া মানুষ সরকারি কেন্দ্রগুলি থেকে টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবেন।
শুক্রবার বিভিন্ন সরকারি–বেসরকারি কেন্দ্রে টিকা নিতে গিয়ে নাজেহাল হয়েছেন হাজার হাজার মানুষ। চাহিদার তুলনায় টিকা কম থাকায় বহু মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকা পাননি। এদিন টিকা নিতে যাওয়া সিংহভাগ মানুষই প্রথম ডোজ পাননি। মনে করা হচ্ছে, বহুমুখী চাপে পড়েই রাজ্যের টিকা কেনার সরকারি অনুরোধ নিয়েছে কেন্দ্র। কেন্দ্র দুই নির্মাতা সংস্থাকে বাংলায় ভ্যাকসিন সরবরাহে অনুমতিও দিয়েছে বলেই খবর।
শুধু পশ্চিমবঙ্গই নয়, ডোজের অভাবে আজ থেকে ১৮ ঊর্ধ্বদের ভ্যাকসিন কর্মসূচি বহু রাজ্যেই অনিশ্চিত। তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতও। সেখানের হাসপাতালে আবার আগুন লেগে ১৮ জন মারা গিয়েছেন। ১৫ মে’র আগে এই পর্বের টিকাকরণ শুরু হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। একইভাবে মধ্যপ্রদেশ, গোয়ার মতো বিজেপি শাসিত রাজ্যগুলিও আজ থেকে ১৮ ঊর্ধ্বদের টিকা দিতে পারবে না। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তো রাজধানীর বাসিন্দাদের করজোড়ে অনুরোধ করেছেন, অনুগ্রহ করে কেউ ১ মে ভ্যাকসিন নিতে আসবেন না। ডোজ নেই। মহারাষ্ট্র, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, রাজস্থান, ওড়িশা, চণ্ডীগড়, ঝাড়খণ্ডের মতো একগুচ্ছ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আজ থেকে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু হচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রকের যুগ্নসচিব লব আগরওয়ালও জানান, যত দিন যাচ্ছে সংক্রমণের ঢেউ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। আগের চেয়ে অনেক দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে। রাজ্যে রাজ্যে বর্তমানে যে স্বাস্থ্য পরিকাঠামো রয়েছে, তাতে এই চাপ সামাল দেওয়া কঠিন।