রাজ্য

চার লক্ষ ভ্যাকসিন এলো কলকাতায়

ভ্যাকসিন মিলছে না এই অভিযোগকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড কলকাতা থেকে শহরতলিতে। এই সংকটের মধ্যেই বুধবার দুপুরে কলকাতায় এসে পৌঁছয় ৪ লক্ষ কোভিশিল্ড ভ্যাকসিন। স্পাইসজেটের বিমানে কলকাতা বিমানবন্দরে আসে ভ্যাকসিনগুলি। এগুলিকে কলকাতার বাগবাজারের গোডাউনে আপাতত রাখা হচ্ছে। পুনে থেকে এই ভ্যাকসিনগুলিকে নিয়ে আসা হয়েছে বলে খবর।
এদিন কলকাতা বিমানবন্দর থেকে স্বাস্থ্য দপ্তরের কর্তা, পুলিশের উপস্থিতিতে কোভিশিল্ড বোঝাই গাড়িকে বাগবাজারের দিকে নিয়ে যাওয়া হয়। একেবারে সিল করা প্যাকেটে ভ্যাকসিনগুলিকে গাড়িতে সাজানো হয়। পুলিশ পাহারায় ভ্যাকসিন বোঝাই গাড়ি রওনা দেয় বাগবাজারের দিকে। উল্লেখ্য, স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত কয়েকদিন ধরে জেলায় জেলায় পৌঁছে দেওয়া হচ্ছে করোনা ভ্যাকসিন।
এখন প্রশ্ন, যে পরিমাণ ভ্যাকসিনের চাহিদা রয়েছে গোটা বাংলা জুড়ে তা কি আদৌ মিটবে এই ৪ লক্ষ ভ্যাকসিন দিয়ে? এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের নোডাল অফিসার গৌতম চৌধুরী বলেন, ‘‌৪ লক্ষ কোভিশিল্ড ভ্যাকসিন এসেছে। আমাদের যে চাহিদা রয়েছে তার তুলনায় জোগান অনেক কম। আমরা সীমিত যে পরিমাণ ভ্যাকসিন পাচ্ছি তার মধ্যে থেকেও রাজ্যের প্রতিটি জেলায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।’‌