এবার করোনা নিয়ে আশার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধন। রবিবার নিজের সাপ্তাহিক অনুষ্ঠান সানডে সংবাদ—এ অংশ নিয়ে বলেন, ‘আগামী জুলাই মাসের মধ্যে প্রায় ২৫ কোটি মানুষের টিকাকরণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে কেন্দ্র।’ অর্থাৎ ২০২১ সালের জুলাই মাসকে করোনার জন্য সর্বোচ্চ সময়সীমা ধরা হয়েছে। তার মধ্যেই এসপার–ওসপার চান।
রবিবাসরীয় দুপুরে মন্ত্রী বলেন, ‘ভ্যাকসিনগুলির সবদিক পর্যালোচনা করছে একটি উচ্চ–পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি। ভ্যাকসিনগুলির উৎপাদন শুরু হয়ে যাওয়ার পরে যাতে তার সুষ্ঠু ও ন্যায়সঙ্গত বিতরণ হয়, তা নিশ্চিত করতে আমাদের সরকার দিন–রাত কাজ করছে। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল কীভাবে দেশের প্রত্যেকের জন্য ভ্যাকসিন নিশ্চিত করা যায়।’
কেন্দ্রের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আগামী জুলাই মাসের মধ্যে ৪০–৫০ কোটি ডোজ ভ্যাকসিন হাতে পেয়ে যাব। ওই সময়ের মধ্যে আনুমানিক ২৫ কোটি মানুষের টিকাকরণ সম্পূর্ণ হতে পারে। ভ্যাকসিনের সংগ্রহ করা হচ্ছে। প্রতিটি ভ্যাকসিনের প্রাপ্তি রিয়েল টাইমে ট্র্যাক করা হবে। স্বাস্থ্য পরিষেবা কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। সরকার ভারতীয় ভ্যাকসিন নির্মাতাদের সম্পূর্ণ সমর্থন দিচ্ছে। প্রত্যেকের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ভ্যাকসিন প্রস্ততকারক সংস্থাগুলির কাছ থেকে অনুমোদন প্রার্থনার আবেদন জমা করতে বলেছে। সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাকসিন এবং ভারতে ডা. রেড্ডি’জ ল্যাবরেটরির পরীক্ষা চালানো রাশিয়ার তৈরি স্পুটনিক–ফাইভ।