করোনা টিকা নিয়ে এবার নতুন নির্দেশিকা এল শীর্ষ আদালতের পক্ষ থেকে। করোনা টিকা নিতে আর কোনও বাধ্যবাধকতা থাকছে না। এবার টিকা নেওয়া সম্পূর্ণ নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যক্তির উপর। সোমবার একটি মামলার শুনানি চলাকালীন এমনই জানাল সুপ্রিম কোর্ট। বিচারপতি এল এন রাও ও বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।
তবে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, বর্তমান টিকাকরণ নীতিকে অযৌক্তিক বলা যায় না। তবে টিকা না নেওয়ার ফলে জনগণকে যে সব বিধিনিষেধের মুখোমুখি হতে হয়, তা ঠিক নয় বলেই এই দিন সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে।
সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, জনসাধারণ এবং চিকিত্সকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে টিকা নেওয়ার ফলে শারীরিক অসুস্থতা হয়েছে, এমন ঘটনা নথিবদ্ধ করতে হবে। সেই তথ্য জনসাধারণ যাতে পায়, সে ব্যবস্থাও করতে হবে। তবে কোনও ব্যক্তির তথ্যের সঙ্গে যাতে কোনও আপস না করা হয়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
সপ্তাহের শুরুতে দেশের করোনা সংক্রমণের হার সামান্য আশার আলো দেখাচ্ছে। সামান্য নিম্নমুখী সক্রিয় রোগীর সংখ্যা এবং মৃত্যুর হার। কিছু দিন আগেই কেন্দ্রের তরফে ৮ থেকে ১২ বছর বয়সিদের টিকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। সব কিছু ঠিক থাকলে শীঘ্রই এই টিকাকরণ চালু হবে বলেও কেন্দ্র জানিয়েছে। এমন রায়ের ফলে টিকাকরণ নিয়ে প্রশ্নের মুখে স্বাস্থ্য মন্ত্রক।