রাজ্য লিড নিউজ

নিয়ন্ত্রণে আসছে করোনা

নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে মারণ ভাইরাস। স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, একদিনে রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২,৭২৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৫ জনের। করোনা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২,৯৫০ জন মানুষ। সুস্থতার হার ৯৭.৮৭ শতাংশ। সামান্য বেড়ে পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ৪.৬১ শতাংশ।

পরিসংখ্যান বলছে, দৈনিক সংক্রমণের নিরিখে এদিন কলকাতাকে সরিয়ে প্রথমে উঠে এসেছে উত্তর ২৪ পরগণা। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৬৫ জন। আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। কলকাতার ৩২৪ জন আক্রান্ত হয়েছেন গত একদিনে।

ফের দৈনিক সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে নদিয়া। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ১৫৪ জন। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ১২৪ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ২৫৩।

একদিনে রাজ্যের ৩৫ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন সেখানকার ৮ জন। যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের।

এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০, ৬৮৭ জন। একদিনে করোনাকে হারিয়ে ঘরে ফিরেছেন ২, ৯৫০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ২০ হাজার ৬৮৭।