এবার করোনায় আক্রান্ত হলেন সুপারস্টার গায়ক অরিজিৎ সিং। পরিবারের অন্য সদস্যরাও করোনায় আক্রান্ত। জানা গিয়েছে, করোনা পজিটিভ হয়েছেন তাঁর স্ত্রী। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুজনেই আইসোলেশনে রয়েছেন নিজেদের বাড়িতে। সোশ্যাল মিডিয়ার পাতায় পোস্ট করে নিজেই এই খবর দিয়েছেন অরিজিৎ। তার পোস্ট থেকে জানা গিয়েছে, তাঁদের কোনও উপসর্গ নেই। শারীরিক অবস্থাও স্থিতিশীল।
সম্প্রতি, করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন অরিজিৎ এর মা। সেই শোক কাটিয়ে ওঠার বছর ঘুরতে না ঘুরতেই নিজেই করোনার কবলে পড়লেন। তাই অনুরাগীদের মধ্যে দুশ্চিন্তার শেষ নেই। তার দ্রুত সুস্থতা কামনা করছেন অরিজিৎ অনুরাগীরা।
নতুন বছরে মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা ও তার নতুন স্ট্রেন ওমিক্রন। করোনা ক্রমশ জাল বিস্তার করেই চলেছে। ইতিমধ্যেই মারণ ভাইরাসে কবলে পড়েছেন অভিনেতা দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, সোহম চক্রবর্তী, বনি সেনগুপ্ত, শ্রীলেখা মিত্র, ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋদ্ধি সেন সহ টলিউডের একঝাঁক তারকা।
পাশাপাশি করোনার তৃতীয় ঢেউ হানা দিয়েছে বলিউডের একাধিক তারকার পরিবারে। একের পর এক আক্রান্ত হয়েছেন করিনা কপূর খান, অমৃতা অরোরা, অর্জুন কপূর, রিয়া কপূর। আক্রান্ত হয়েছেন সোনু নিগম। বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া, অভিনেত্রী নাফিসা আলিও করোনা আক্রান্ত।