জেলা

কলকাতাকে টপকালো উত্তর ২৪ পরগণা

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল আড়াই লাখের দোরগোড়ায়। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হলেন ২,৪৭,৪২৫ জন। তার মধ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৫,৭২৩। গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে আগের মতোই উদ্বেগের কেন্দ্রে রয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা এবং কলকাতা। তবে এদিন কলকাতাকে টপকে গিয়েছে উত্তর ২৪ পরগণা।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্য়ান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩,১৮৫ জন। মৃত্যু হয়েছে ৬০ জনের। দীর্ঘ কয়েক মাস ধরে লকডাউনের পর ধাপে ধাপে খুলে গিয়েছে একাধিক ক্ষেত্র। ফলে এমন পরিস্থিতিতে ভাইরাসের সংক্রমণ ছড়ানোর আশঙ্কা অমূলক নয়। কিন্তু স্বাস্থ্য দপ্তরের তথ্য থেকে জানা যাচ্ছে, শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৬০। মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৪ হাজার ৭৮১। তবে মৃত্যুহারে তেমন কোনও হেরফের ঘটেনি। যা আগের দিনের মতোই রয়েছে ১.৯৩ শতাংশে।
এখনও পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে হল ৫৪,৪৩১। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৫১ জন। উত্তর ২৪ পরগনায় এখনও পর্য্ন্ত আক্রান্ত হয়েছেন ৪৯,৫৪৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৭০ জন। এখনও পর্যন্ত কলকাতায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১৬৬৯ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত ১০৬৯ জন।