The child recovered after using antiviral drug cocktails by the medical team.
স্বাস্থ্য

করোনামুক্ত হয়েছে থাইল্যান্ডের নবজাতক

এক মাস বয়সী থাই শিশুটিই দেশের কনিষ্ঠতম করোনাভাইরাস রোগী। একটি মেডিকেল টিম এবং অ্যান্টিভাইরাল ড্রাগের ককটেল ব্যবহারের কারণে ওই শিশুটি সুস্থ হয়ে উঠেছেন বলে বুধবার ব্যাংককের বামরুংগ্রাদ হাসপাতালের সংক্রামক রোগ ইনস্টিটিউটে শিশু বিশেষজ্ঞ ভিসাল মুলসার্ট জানিয়েছেন।

ফার্মাসিউটিক্যাল চিকিৎসক এবং অন্যান্য বিভাগীয় বিশেষজ্ঞের পরামর্শ মোতাবেক চারটি অ্যান্টিভাইরাল ওষুধের সংমিশ্রণ দিয়ে নবজাতকটিকে ১০ দিন চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নেয়। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৫৪ জন এবং মারা গেছেন ৫০ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯০ জন।