রাজ্যে সর্বাধিক বৃদ্ধি পেল করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে আজ করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪৪ জন। ফলে পশ্চিমবঙ্গে করোনায় মোট আক্রান্ত বেড়ে ৪,৫৩৬ জন। এদের মধ্যে কলকাতায় সংক্রমিত হয়েছেন ৮৭ জন। একইসঙ্গে বেড়েছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৬ জন। ফলে রাজ্যে করোনায় মোট মৃত বেড়ে এখন ২২৩ জন।
গত ২৪ ঘণ্টায় কলকাতার বাইরে সব থেকে বেশি করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছে হাওড়ায়। সেখানে ৫৫ জন আক্রান্ত হওয়ায় ওই জেলায় আক্রান্তের সংখ্যা ৯১১। ৪৯ জন নতুন করে সংক্রমিত হওয়ায় উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৯১। উল্লেখযোগ্য ভাবে গত দুই দিনে এই জেলার হাবড়া,গাইঘাটা, দেগঙ্গায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। কো–মরবিডিটির কারণে মৃতের সংখ্যা অবশ্য ৭২ আছে। সরকারি হিসেব অনুযায়ী, এই মুহূর্তের রাজ্যের বিভিন্ন কোভিড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২,৫৭৩ জন।
এক দিনেই দ্বিগুণ হয়ে গিয়েছে উত্তর দিনাজপুরের করোনা আক্রান্তের সংখ্যা। ৪৬ জন আক্রান্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩। মালদায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ জন, নদিয়ায় ১৫ আর বীরভূমে ২৭ জন। তবে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি সামান্য স্বস্তির খবরও আছে। তা হল গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আরও ৯০ জন। ফলে এখন পর্যন্ত এরাজ্যে মোট ১,৬৬৮ জন সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে কোনো করোনা-আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি।