ব্রেকিং নিউজ রাজ্য

করোনায় আক্রান্ত পরিবহন মন্ত্রী

এবার রাজ্যের পরিবহণ, সেচ এবং জলসম্পদ মন্ত্রী শুভেন্দু অধিকারীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ল। বৃহস্পতিবার রাতেই শুভেন্দু অধিকারী ও তাঁর মায়ের করোনা রিপোর্ট আসে। তাঁরা দু’‌জনেই করোনা পজিটিভ। বাংলায় করোনাভাইরাসের সংক্রমণের পর শাসকদলের হাতেগোণা যে ক’জন বড় নেতাকে মাঠে নেমে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় তাঁর মধ্যে শুভেন্দু অধিকারী একজন।তাঁর অ্যান্টিজেন টেস্ট করার পর প্রথম পজিটিভ রেজাল্ট পাওয়া যায়।
একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে শুভেন্দু অধিকারীর মা গায়েত্রী দেবীকে। অধিকারী পরিবারের বাকি সদস্যরাও চিকিৎসকদের পরামর্শমতো আইসোলেশনে রয়েছেন। আরটি–পিসিআর টেস্ট তথা সোয়াব টেস্ট করা হয়। তাতেও রিপোর্ট আসে পজিটিভ। শুক্রবার চিকিৎসকদের পরামর্শে ফের একবার চেক–আপ করা হবে পরিবহণ মন্ত্রীর।

উল্লেখ্য, রাজ্যের একাধিক মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। সুজিত বসু, স্বপন দেবনাথের শরীরেও হানা দিয়েছিল প্রাণঘাতী ভাইরাস। তবে ভাল খবর এটাই যে, তাঁরা সবাই করোনা জয় করে বাড়ি ফিরেছেন। প্রথমে শুভেন্দুবাবুর ভাইপো করোনাভাইরাসে আক্রান্ত হন। তার পর কোভিডে আক্রান্ত হন শুভেন্দুবাবুর বড় ভাই।বর্তমানে তাঁরা সুস্থ।
কোভিড আক্রান্তদের সুস্থ হওয়ার হার ভারতে শুরু থেকেই আশাব্যাঞ্জক। এখনও পর্যন্ত দেশে মোট ৪৬ লক্ষ ৭৪ হাজার ৯৮৭ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশের মোট আক্রান্তের ৮১.৫৫ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৮৭ হাজার ৩৭৪ জন। নতুন আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হওয়ায় দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমছে। এখন ভারতে অ্যাক্টিভ রোগী রয়েছেন ন’লক্ষ ৬৬ হাজার ৩৮২ জন।

পশ্চিমবঙ্গে দৈনিক নতুন করোনা সংক্রমণ সেপ্টেম্বর মাসের শুরু থেকেই তিন হাজারের বেশি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে তিন হাজার ১৮৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্ত হলেন দু’লক্ষ ৩৪ হাজার ৬৭৩ জন। করোনার কবলে এই রাজ্যে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন চার হাজার ৫৪৪ জন। শুভেন্দু অধিকারীর শরীরে মৃদু উপসর্গ রয়েছে। পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের সোনাচূড়ায় একটি স্মরণসভায় যোগ দিয়েছিলেন। সেই স্মরণসভায় বহু মানুষ হাজির ছিলেন। অধিকারী পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, গত কয়েকদিনে যাঁরা মন্ত্রীর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন কিছুদিন কোয়ারেন্টাইনে থাকেন।