করোনা দ্বিতীয় ঢেউ কতটা সাংঘাতিক তা এখনও আন্দাজের বাইরে। বেড়ে চলেছে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবার করোনা পজেটিভ। আর এই খবর সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই জানিয়েছেন।
ইনস্টাগ্রামে ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, আমি করোনায় আক্রান্ত। চিন্তার কিছুই নেই। আমি একদম ঠিক আছি। শরীরে তেমন কোনও কষ্ট নেই। আমি অ্যাসিম্পটমিক। আমি করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলছি। ডাক্তারের পরামর্শে রয়েছি। এখন আমি সিঙ্গাপুরে আছি। এখানেই নিজেকে কোয়ারেন্টাইন করেছি। আমি সবাইকে অনুরোধ করব আমার শরীর নিয়ে চিন্তা করবেন। আমি এবং আমার পরিবার সুরক্ষিত আছি। সকলকে অনেক ধন্যবাদ। আপনারা সব সময় পাশে আছেন।”