দেশ ব্রেকিং নিউজ

ইডি’‌র দপ্তরে করোনার হানা!‌

করোনা থেকে যে এখনই মুক্তি নেই ফের তার প্রমাণ মিলল। দিল্লিতে একের পর এক সরকারি জায়গায় ঢুকে পড়ছে করোনাভাইরাস। রাইসিনা হিলস থেকে নীতি আয়োগ কোনও দপ্তরই বাদ যাচ্ছে না। এবার যুক্ত হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানের সদর দপ্তরেও হানা দিল করোনা। আর তাতেই জোর চর্চা শুরু হয়েছে রাজধানীর বুকে।
সূত্রের খবর, ইডি’‌র ছয় আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন। আপাতত তাই এই সদর দপ্তরটি সিল করে দেওয়া হয়েছে। ফলে কাজকর্ম শিকেয় উঠেছে। এমনিতেই লকডাউনের জেরে প্রায় দু’‌মাস বন্ধ ছিল কাজকর্ম। আনলক শুরু হতেই কাজকর্মও শুরু হয়। তারপরই সদর দপ্তরে কর্মরত এক জুনিয়র অফিসারের করোনা সংক্রমণ ধরা পড়ে। তিনি কেন্দ্রীয় আধাসেনা থেকে ইডি দপ্তরে ডেপুটেশনে যোগ দিয়েছিলেন।
জানা গিয়েছে, তাঁর সংস্পর্শে আসা আধিকারিকদের নমুনা পরীক্ষা করা হয়। শুক্রবার আরও পাঁচজনের রিপোর্ট পজিটিভ আসে। এই ছয় আধিকারিকের সংস্পর্শে আসা আরও ১০ আধিকারিককে পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে। এই পরিস্থিতিতে অফিস সিল করে দেওয়া ছাড়া অন্য কোনও উপায় ছিল না। তাই সদর দপ্তরের বাড়িটি সিল করে দেওয়া হয়েছে। আপাতত শনিবার–রবিবার বন্ধ থাকবে এই দপ্তর। সেখানে জীবাণুমুক্তির কাজ চলবে।
উল্লেখ্য, মার্চ মাস থেকেই ইডি’‌র সদর দপ্তর সপ্তাহে দু’বার জীবাণুমুক্ত করা হচ্ছে। শুধুমাত্র যেসব কর্মীকে প্রয়োজন তাঁদেরই অফিসে আসতে হচ্ছে। বাকিরা ওয়ার্ক ফ্রম হোম করছেন। শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পেশ করা পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট করোনা রোগী বেড়ে হয়েছে ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৭। তার মধ্যে সক্রিয় রোগী রয়েছেন এক লক্ষ ১৫ হাজার ৯৪২। মৃত্যু হয়েছে ৬৬৪২ জনের।