Corona infection has been found in the bodies of 15 prisoners in the correctional facility of South 24 Parganas of the state. According to official sources, 10 departmental workers were transferred to six correctional facilities in the state. They also contracted corona virus and are undergoing treatment. A top official of Baruipur Correctional Institution was also attacked by Corona. The infection is thought to have spread from there.
জেলা

সংশোধনাগারে ছড়াচ্ছে করোনা সংক্রমণ!‌

করোনা এবার ছড়ালো সংশোধনাগারে। হ্যাঁ, জায়গাটা পশ্চিমবঙ্গ। যেখানে করোনা সংক্রমণের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। তার মধ্যেই রাজ্যের দক্ষিণ ২৪ পরগণার সংশোধনাগারের ১৫ জন বন্দির শরীরে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। বুধবার সরকারিভাবে এই তথ্য জানা গিয়েছে। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে সংশোধনাগারে কী মানা হল না সামাজিক দূরত্ব?‌ মাস্ক–স্যানেটাইজার কী সেখানে ব্রাত্য?‌
যদিও সংশোধনাগারের পক্ষ থেকে সাফাই, আক্রান্ত বন্দিরা সকলে বারুইপুরের কেন্দ্রীয় সংশোধনাগারে থাকে এবং সকলেই উপসর্গহীন ছিল। তাদের সকলকে জেলের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। ‌তাদের জেলের হাসপাতালে চিকিৎসা চলছে। যদি দরকার হয় তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হবে।
কিন্তু কী করে ছড়ালো করোনা সংক্রমণ?‌ সরকারি সূত্রে খবর, ১০ জন বিভাগীয় কর্মীকে রাজ্যের ছ’‌টি সংশোধনাগারে বদলি করা হয়েছিল। তাঁদেরও করোনা ভাইরাস ধরা পড়ে এবং তাদের চিকিৎসা চলছে। বারুইপুর সংশোধনাগারের এক শীর্ষ আধিকারিকও করোনায় আক্রান্ত হন। সেখান থেকেই এই সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের সংখ্যা ১৮,৫৫৯। যার মধ্যে ৬৬৮ জন মারা গিয়েছে মঙ্গলবার পর্যন্ত।