জেলা ব্রেকিং নিউজ

Corona Positive: বিদ্যালয়ের ৪ শিক্ষক করোনা আক্রান্ত, বিধি মেনে চলছে স্কুল

বসিরহাট উচ্চ বিদ্যালয়ে প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রী পাঠরত। রাজ্যের করোনা গ্রাফ ফের উর্ধ্বমুখী হওয়ার কারণে পৌরসভা ও পঞ্চায়েতগুলো ইতিমধ্যে করোনা সচেতনামূলক মাইকিং শুরু করেছে। এদিকে রাজ্য সরকার ঘোষিত গ্রীষ্মকালীন ছুটির কারণে বহুদিন বিদ্যালয় বন্ধ থাকার পর স্কুলে প্রথম স্যামেটিভ পরীক্ষা চলাকালীন বিদ্যালয়ের ৪ জন শিক্ষক-শিক্ষিকা করোনা আক্রান্ত হওয়ায় তাঁরা আপাতত হোম আইসোলেশনে রয়েছেন।

রাজ্যের বিদ্যালয়গুলি করোনা বিধি নিষেধ মেনে ছাত্রছাত্রীদের যেমন বিদ্যালয়ে প্রবেশ করাচ্ছে, পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মুখে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। তাছাড়া প্রত্যেক শিক্ষার্থীদের নিজস্ব স্যানিটাইজার ও জলের বোতল ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও টিফিন ভাগ করে খাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্কুল গেটে করোনা বিধিনিষেধ মেনে নির্দেশিকা দেওয়া হয়েছে।

কিন্তু স্কুলে চারজন শিক্ষক-শিক্ষিকা করোনা পজিটিভ হওয়ায় সেই খবর বিদ্যালয়ের নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে। সব মিলিয়ে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে তা বলাবাহুল্য। নতুন করে আবার করোনার বাড়বাড়ন্ত দেখে আতঙ্কের দিশা দেখছে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকরা।

বসিরহাট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ মিস্ত্রি ও সহকারী শিক্ষক সিঞ্চন বন্দোপাধ্যায় বলেন, “আমরা ইতিমধ্যে প্রতিটি ছাত্রছাত্রীদের অভিভাবকদের মোবাইল ফোনে বার্তা পাঠিয়েছি। যাতে তাঁরা তাঁদের সন্তানদের করোনা বিধি নিষেধ মেনে বিদ্যালয়ে পাঠান। পাশাপাশি স্কুলে ছাত্রছাত্রীরা যেন সামাজিক দূরত্ব মেনে চলে এবং স্যানিটাইজার ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।”