করোনা নিয়ে কর্নাটকে এক কাণ্ড ঘটে গেল। করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা লাগামছাড়া হারে বাড়ছে কর্নাটকেও। কর্নাটকেই এবার শোরগোল পড়ে গিয়েছে একটি খবরে। বেঙ্গালুরু থেকে নাকি নিখোঁজ হয়ে গিয়েছেন ৩০০০ বেশি করোনা রোগী! তাঁরা কোথায় গিয়েছেন, কেউ তা জানে না। প্রশাসন তাঁদের খোঁজে তল্লাশি চালালেও এখনও কারও খোঁজ মেলেনি। এমন বেয়াক্কেলে কাণ্ডে সবাই হতবাক।
জানা গিয়েছে, শুরু থেকে এখন পর্যন্ত ৩৩৩৮ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের প্রত্যেকের করোনা রিপোর্টই পজিটিভ ছিল। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টাতে ৫০০০–এর বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন শুধুমাত্র কর্নাটকে। সে রাজ্যের মোট আক্রান্তের ছুঁতে চলেছে এক লক্ষের গণ্ডি। নতুন করে ৭২ জন–সহ মোট মৃত্যুও হয়েছে ১৭৯৬ জনের! এই পরিস্থিতিতে করোনা রোগী নিখোঁজের খবরে জোর শোরগোল পড়ে গিয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, যে সব করোনা আক্রান্তের খোঁজ মিলছে না, তাঁদের কেউ ভুল মোবাইল নম্বর দিয়েছেন, কেউ বা নমুনা পরীক্ষার সময় ভুল ঠিকানা দিয়েছেন। অথচ রিপোর্টের ফল পজিটিভ আসার পর থেকেই বেপাত্তা। আর এই পরিস্থিতিতে আশঙ্কা আরও বাড়িয়েছে, গত ২৪ ঘণ্টায় শুধু বেঙ্গালুরুতেই নতুন করে আক্রান্ত হয়েছেন ২,০৩৬ জন। এই ঘটনায় হাসপাতালের কাজে গাফিলতির অভিযোগ উঠছে।
এই ঘটনার পর এবার থেকে কারও সোয়াব স্যাম্পেল নেওয়ার আগে সরকার প্রথমে তাঁদের পরিচয়পত্র দেখবে। তাঁদের প্রত্যেকের মোবাইল নম্বরও ভেরিফাই করা হবে। রাজ্যের উপ মুখ্যমন্ত্রী ডঃ অস্বত নারায়ণের কথায়, ‘এটা সুনিশ্চিত করতে হবে যে, সমস্ত সংক্রমিত রোগীদের খুঁজে বের করে তাঁদের কোয়ারেনটিন করা। সেই নির্দেশিকা জারি করেছি।’