ব্রেকিং নিউজ রাজ্য

করোনা রোগী হাসপাতালের কার্নিশে!‌

ওয়ার্ডের সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন করোনা আক্রান্ত এক রোগী। আর তাঁকে নিয়েই হুলুস্থুল কাণ্ড বেঁধে গিয়েছে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের মধ্যে। কালঘাম ছুটেছে চিকিৎসক থেকে পুলিশ কর্মীদের মধ্যে। সিনেমার প্লট মনে হলেও আসলে এই দৃশ্যই দেখা গেল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। যা প্রকাশ্যে আসতেই বাকি রোগীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। অনেককেই বলতে শোনা গেল, রাস্তায় দাঁড়িয়ে করোনার দণ্ডি না কেটে হাসপাতালের নিরাপত্তার দিকে নজর দিতে পারতেন মুখ্যমন্ত্রী। তাহলে আজ এই দিন দেখতে হত না।
হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্ত ওই রোগীর বয়স ৩৪। হঠাৎই তিনি কার্যত দাপিয়ে বেড়াচ্ছেন। দৌড়াদৌড়ি করছেন ওয়ার্ডের মধ্যে। কখনও ছুটে ছাদে চলে যাচ্ছেন। কখনও ৯ তলার ছাদের কার্নিশে বসে পা দোলাচ্ছেন। যা নিয়ে হিমসিম খেতে হয়েছে সকলকে। এই ঘটনায় চিন্তায় পড়েছেন মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ব্লকের কর্তৃপক্ষ। এই ব্লকেই করোনা আক্রান্তদের চিকিৎসা চলছে। কেউ কেউ মরণাপন্ন। কেউ বা চিকিৎসার জন্য বেডে বসে থাকছেন।
পুলিশ সূত্রে খবর, সে খাটের তলায়, আলমারির ফাঁকে, বাথরুমে, সিঁড়ির নিচে লুকিয়ে পড়ছেন। অনেক কষ্টে তাঁকে আবার বেডে নিয়ে আসা হচ্ছে। নিজের লেপ–কম্বল ছাড়াও অন্যের বেড থেকে লেপ–কম্বল টেনে গায়ে জড়িয়ে ঘুরছে। তা জড়িয়ে ছাদে পৌঁছে যায় সে। পিছু ছোটেন নিরাপত্তা কর্মীরাও। এই রোগীর কাছে যেতে পিপিই কিট ব্যবহার করতে হচ্ছে। মাঝে মাঝে নিরাপত্তারক্ষীদের মারধরেরও চেষ্টা করছে। রোগীকে সুস্থ করে ফেরানোই এখন একমাত্র লক্ষ চিকিৎসকদের। কিন্তু এই ঘটনা হাসপাতালের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে তাতে সন্দেহ নেই।