করোনা নিয়ে প্রকাশ্যে তীব্র সংঘাত শুরু হয়েছে কেন্দ্র–রাজ্যে। রাজ্য সরকারকে না জানিয়ে রাজ্যে কেন কেন্দ্রীয় প্রতিনিধি দল? প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দেন, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে সহযোগিতা করুন। এই সংঘাতের আবহে বুধবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের কলকাতার বিভিন্ন এলাকা পরিদর্শনের কথা ছিল। আর সেই প্রসঙ্গে মুখ্যসচিব রাজীব সিনহা বলেন, ‘কেন্দ্রীয় দলের সঙ্গে কথা বলেছি, তাঁরা কলকাতা ঘুরতে চেয়েছে, আমরা ব্যবস্থা করেছি। যা জানতে চেয়েছে বলেছি।’ এই মন্তব্য কার্যত চ্যাপ্টার ক্লোজ করার বিষয় বলে মনে করা হচ্ছে।
তবে মুখ্যসচিবের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৭ জেলায় ২৯ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৪। আরও ৩ জনের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ায় রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৫। গত ২৪ ঘণ্টায় ৭১৩ জনের পরীক্ষা হওয়ায় রাজ্যে মোট ৬১৮২ জনের করোনা টেস্ট করা হয়েছে।
এই তপ্ত পরিস্থিতিতে আর জি কর মেডিক্যাল কলেজ এবং নিউটাউনের চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে করোনা পরীক্ষার ব্যবস্থা হয়েছে বলে জানান মুখ্যসচিব। এই নিয়ে রাজ্যে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০। তিনি বলেন, রাজ্যে এখন ৯টি জেলা গ্রিন জোন। ১০টি জেলা অরেঞ্জ জোন। ৪টি জেলা রেড জোন। ত্রুটি ধরা পড়ায় নাইসেডের বদলে পুণে থেকেই করোনা পরীক্ষার কিট রাজ্যকে দেওয়ার কথা কেন্দ্রকে বলা হয়েছে।