Another person in Ashoknagarh has affected with corona virus. He lives in Digrha Malikberiya gram panchayet.
স্বাস্থ্য

সুস্থ হবার পরেরদিন মারা যাচ্ছে রোগী

আগের দিন পর্যন্ত রোগীরা ভালো থাকছেন। কিন্তু পরের দিন হঠাৎ করে মারা যাচ্ছেন। কোভিড ১৯ আক্রান্ত রোগীদের এই মৃত্যুর ধরণ চিকিৎসকদের ভীষণ দুচিন্তায় ফেলেছে৷ দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা দিয়েছেন এমন তথ্য। চিকিৎসকদের প্রাথমিক স্টাডি বলছে, করোনাভাইরাস শরীরের গুরুত্বপূর্ণ অংশ ফুসফস, হৃদপিণ্ড ও মস্তিষ্কে প্রভাব ফেলছে। এ থেকেই শরীরে বৈকল্য তৈরি হচ্ছে৷

হায়দরাবাদের অ্যাপেলো হাসপাতালের পালমোনলজিস্ট ডা. সি বিজয় কুমার জানান, বাইরে থেকে দেখে রোগীদের সুস্থ মনে হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে রক্তে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে৷ গোটা পৃথিবীর কোভিড ১৯ কেসেই এই চিত্রটাই চোখে পড়েছে৷ ভারতও তার ব্যতিক্রম নয়৷

আক্রান্তদের ৫ শতাংশ কেসে এই ঘটনা এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যেখানে আক্রান্ত রোগী অত্যন্ত ক্রিটিক্যাল স্টেজে পৌঁছে যাচ্ছে৷ প্রাথমিকভাবে যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, তাতে ভারতে এই অতিরিক্ত কঠিন কেসে যারা মারা যাচ্ছে তাদের বয়স ৪০ থেকে ৬০ ৷

ম্যাক্স হেলথ কেয়ারের পক্ষ থেকে ডা. সন্দীপ বুদ্ধিরাজা জানিয়েছেন, যাদের আগে ব্রেন স্ট্রোক কিম্বা হার্ট অ্যাটাক হয়েছে তাদের ক্ষেত্রে আরও মারাত্মক খারাপ ভাবে প্রভাব বিস্তার করছে কোভিড ১৯৷

এই ক্রিটিক্যাল কেসে পুরুষরা নারীদের তুলনায় বেশি তাড়াতাড়ি মারা যাচ্ছেন৷

ডা. রাজেশ চাওলা জানিয়েছেন, শিশুদের ক্ষেত্রে ১০০ শতাংশ কেসেও ভালো রোগ প্রতিরোধক্ষমতা আছে এমন রোগীদের ৮০ শতাংশ কোভিড ১৯ কে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন৷ কম রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সঙ্গে আরও বিভিন্ন রোগ থাকলে দ্রুত রক্তে অক্সিজেনের যোগান কমিয়ে দিয়ে রোগিকে একেবারে মৃত্যুমুখে ঠেলে দিচ্ছে কোভিড ১৯৷