প্রত্যাশিতই ছিল। ব্রিটেন ফেরত ৬ জনের শরীরে করোনাভাইরাসের নতুন স্ট্রেন মিলেছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে কেন্দ্র। করোনা আতঙ্কের মাঝে নতুন স্ট্রেনের সন্ধানে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। তিনজন বেঙ্গালুরু, ২ জন হায়দরাবাদ ও ১ জন পুনে, যাঁদের শরীরে মিলেছে নয়া স্ট্রেন। তাদের ইতিমধ্যে আইসোলেশনে রাখা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, ব্রিটেন ফেরত বিমানে এই ৬ জনের আশেপাশে যাঁরা ছিলেন তাঁদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদেরও কোয়ারেন্টাইন করা হয়েছে। এই নিয়ে শঙ্কিত গোটা বিশ্ব। সংক্রমণ আটকাতে নতুন করে লকডাউন ঘোষিত হয়েছে। ভারতও ব্রিটেন থেকে আসা সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দিয়ে সংক্রমণ আটকানোর চেষ্টা করছে। কিন্তু শেষরক্ষা হল না। যাদের শরীরে মিলেছে করোনার নতুন স্ট্রেন তাদের সহযাত্রীদের ইতিমধ্যে খোঁজ করা শুরু হয়েছে।
জেনোম সিকুয়েন্সিংয়ের কাজ এখনও চলছে বলে জানিয়েছে কেন্দ্র। তবে এতে আতঙ্কের কারণ নেই বলেও বারবার জানানো হচ্ছে কেন্দ্রের তরফে। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প এখন আর কিছু নেই, সেটাও জানিয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। উল্লেখ্য, শুরু হয়েছে করোনাভাইরাস ভ্যাকসিনের ড্রাই রান। চার রাজ্যে চলছে এই ড্রাই রান। অন্ধ্র প্রদেশ, পাঞ্জাব, গুজরাট এবং অসমে দু’দিন ধরে চলছে ভ্যাকসিনের ড্রাই রান।