আন্তর্জাতিক

করোনা নিয়ে সতর্কবার্তা দিল হু

করোনাভাইরাসে গোটা দুনিয়ায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৮,৮৯,০৬২ জন। মৃত্যু হয়েছে ১,১৭,৫৯৪ জনের। ভারতে মৃত্যুর সংখ্যা ৩০৮ জন। এই পরিস্থিতিতে চরম সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তারা জানিয়েছে, করোনাভাইরাস ১০ গুণ বেশি মৃত্যু ঘটাতে পারে সোয়াইন ফ্লু –র থেকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সোয়াইন ফ্লু যাকে আমরা এন১এইচ১ ভাইরাস বলে জানি তার থেকেও ১০ গুন বেশি প্রাণঘাতী এই করোনাভাইরাস। ২০০৯ সালে গোটা বিশ্বেই মহামারীর আকার নিয়েছিল সোয়াইন ফ্লু। জেনেভা থেকে সংস্থার প্রধান টেড্রোস আধারনাম বিবৃতি দিয়ে জানান, ‘‌সবাই এখন জানে কোভিড–১৯ খুবই দ্রুত ছড়িয়ে পড়ে। আর এই ভাইরাস সোয়াইন ফ্লু–র থেকে ১০ গুন বেশি প্রাণঘাতী।’‌
উল্লেখ্য, এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, লকডাউনের মেয়াদ বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই। প্রাণ বাঁচলে তবে পৃথিবী। তাই আগামী ৩ মে পর্যন্ত গোটা দেশে লকডাউন জারি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।