করোনায় একের পর এক রেকর্ড তৈরি হচ্ছে দেশে। করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন লাফিয়ে বাড়ছে। তবে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের সমস্ত পরিষেবা। খুলছে দোকানপাট। তার মধ্যেই ২ লাখের গণ্ডি পার করে আপাতত সংক্রমণের হারে বিশ্বে সপ্তম স্থানে ভারত।
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩০৪ জন। যা এখনও পর্যন্ত একদিনে সংক্রমণের হারে সর্বোচ্চ রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৬০ জনের। যা নিয়ে দেশে মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৬০৭৫। দেশে মোট করোনা আক্রান্ত ছাড়িয়েছে ২ লক্ষ ১৬ হাজারের গণ্ডি।
সরকারিভাবে দেশে প্রথম করোনা রেজিস্টার হয়েছিল ৩০ জানুয়ারি। তবে এক সাম্প্রতিক গবেষণা বলছে, ভারতে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে থাকতে পারে ২০১৯ সালের নভেম্বর–ডিসেম্বর মাসেই। তখন চিনে প্রথমবারের মতো এই মারণ সংক্রমণ ধরা পড়েছিল। তবে ভয়াবহ রূপ তুলে ধরা হয়েছিল জানুয়ারিতে। বিজ্ঞানীরা কয়েকটি ভাইরাল স্ট্রেন থেকে জানতে পেরেছে, তেলঙ্গানাতে সম্ভবত ২৬ নভেম্বর এই করোনা ঢুকেছিল প্রথমবার। তা থেকে সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তখনই এই ভাইরাসের মিডিয়াম শুরু হয়েছিল বলে মত বিজ্ঞানীদের। ৩০ জানুয়ারি কেরলে প্রথম চিন ফেরত এক ছাত্রীর শরীরে করোনার সংক্রমণ মেলে। তার আগে দেশে করোনা পরীক্ষা হচ্ছিল না। আর তাই তেলঙ্গানার এই ঘটনাগুলি ধরা পড়েনি। একন রোগীদের শরীর থেকে পাওয়া করোনা নমুনার স্ট্রেন থেকে বিজ্ঞানীদের ধারণা যে, বহু আগেই দেশে প্রবেশ করেছিল এই ভাইরাস। এখন দেশে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে।
