আবার করোনার থাবা বাড়তে শুরু করেছে। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতিতে জানানো হল, শেষ ২৪ ঘণ্টায় দেশের পাঁচটি রাজ্যে নতুন করে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এই নিয়ে চিন্তায় পড়েছে গোটা দেশ। কারণ ইতিমধ্যেই ঘরোয়া উড়ান চালু হয়েছে। ফলে দেশে ছড়িয়ে পড়তে পারে করোনা সংক্রমণ।
এদিন স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬ লক্ষ ৯১ হাজার ১৬৬। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৯২১ জন। আনলক–৪ চলাকালীন আরও পরিষেবা বেড়ে যাবে। সুতরাং মহামারির আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে।
নতুন করে আক্রান্ত প্রায় ৭০ হাজারের মধ্যে বেশিরভাগই মূলত পাঁচটি রাজ্যের। ২৪ ঘণ্টায় আক্রান্তের মধ্যে ৫৬ শতাংশই এই পাঁচটি রাজ্যের। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, পাঁচটি রাজ্যের মধ্যে রয়েছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। মহারাষ্ট্র–১১,৮৫২, অন্ধ্রপ্রদেশ–১০,০০৪, কর্নাটক–৬,৪৯৫, তামিলনাড়ু–৫,৯৫৬, উত্তরপ্রদেশ–৪,৭৮২