Corona massive attack to whole world. Fifty nine thousand died of Corona infection worldwide by Saturday noon.
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে করোনা মহামারির ছবি

সতর্কতা সত্ত্বেও করোনা সংক্রমণ কোনওভাবেই রোখা যাচ্ছে না। শনিবার দুপুর পর্যন্ত বিশ্বজুড়ে করোনা সংক্রমণে মৃত্যু হল ৫৯,০০০ মানুষের। আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে গিয়েছে। এমনকী গত ৪৮ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ লাখ। এই তথ্য দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন হফকিন্স ইউনিভার্সিটি।
চীন, ইতালির পর এখন করোনাভাইরাস আক্রান্ত দেশগুলির মধ্যে শীর্ষে রয়েছে আমেরিকা। এখনও পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ২,৭৭,৯৬৫। স্পেনে এই সংখ্যা ১,১৯,৮২৭ জন। ইতালিতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪,৬৮১ জনের। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমদিকে রোগটিকে পাত্তা না দিয়ে এখনও সমস্যায় পড়েছে। সেখানে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭,১৬০।
অবস্থা বেশ শোচনীয়। জন হফকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী সেখানে বৃহস্পতিবার ও শুক্রবার মিলিয়ে মৃত্যু হয়েছে ১৪০০ জনের। শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ৫৬২ জনের। প্রতি আড়াই মিনিট অন্তর মৃত্যু হয়েছে ১ জনের।‌