করোনা সংক্রমনের রিপোর্ট লিড নিউজ

করোনাক্রান্ত লতা মঙ্গেশকর, আইসিইউতে সুরসম্রাজ্ঞী

করোনার তৃতীয় ঢেউ সামাল দিতে হিমশিম গোটা দেশ। একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন রুপোলি জগতের অভিনেতা-অভিনেত্রীরা। এবারে করোনা আক্রান্ত হলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। জানা গেছে, তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ICU-তে চিকিৎসকদের পর্যবেক্ষনে রয়েছেন তিনি।

অপরদিকে চিন্তা কমিয়ে মাত্র ৩ দিনেই করোনামুক্ত হওয়ার খবর দিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি জানান, তিনি শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। সোশ্যাল মিডিয়ায় নিজের একটি সুন্দর মিষ্টি ছবি পোস্ট করে জানালেন আজ থেকেই কাজে ফিরছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী। শুধু ঋতুপর্ণা নন, তাঁর পরিবারের একাধিক সদস্যও করোনায় আক্রান্ত হয়েছিলেন। যদিও তার পরিবারের লোকজনেরা কেমন আছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পাশাপাশি গতকালই করোনা মুক্ত খবর জানিয়েছেন অভিনেতা দেব।

ইতিমধ্যেই মারণ ভাইরাসের কবলে পড়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, সোহম চক্রবর্তী, বনি সেনগুপ্ত, শ্রীলেখা মিত্র সহ টলিউডের একঝাঁক তারকা।

অন্যদিকে করোনা আক্রান্ত হয়েছেন প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শরীরে উপসর্গ থাকায় তিনি করোনা পরীক্ষা করান। মঙ্গলবারই সেই রিপোর্ট পেয়ে জানতে পারেন তিনি পজিটিভ।

সূত্রের খবর, বইমেলার উদ্বোধনে গত ২ জানুয়ারি মালদা যান এই প্রবীণ সাহিত্যিক। ফিরে আসার পর থেকে সর্দি, কাশি, শরীর দুর্বল ইত্যাদি উপসর্গ ছিল। ফলত, সোমবারই করোনা পরীক্ষা করান তিনি। রিপোর্ট আসার পর থেকে নিজের বাড়িতে আইসোলেশনে আছেন শীর্ষেন্দুবাবু।খবর, আপাতত তাঁর জ্বর বা শ্বাসকষ্টজনিত অসুবিধা নেই।